বেলহাজ উদ্দিন বাঁধন, বড়াইগ্রাম (নাটোর):
নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস টুম্পার পাশে দাঁড়ালেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে টুম্পার বাবাকে মানবিক সহযোগিতা হিসেবে একটি অটো ভ্যান উপহার দেন তিনি।
২৯ জানুয়ারি “ছুটিতে বাড়িতে এসে গ্রামের বাজারে ডিম বিক্রি করছেন চবি ছাত্রী” শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। পরে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এর সহযোগিতায় জেলা প্রশাসন মানবিক সাহায্যের উদ্যোগ নেয়।
টুম্পা বড়াইগ্রামের নগর ইউনিয়নের দোগাছী গ্রামের ভ্যানচালক আব্দুর রহিমের মেয়ে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। এর আগে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির খরচ যোগাতে টুম্পা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অনেকেই তার খরচে সাহায্য করেন।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, “এভাবে বাজারে ডিম বিক্রি করা একটি সাহসী পদক্ষেপ। আমরা টুম্পার পরিবারের জন্য সামান্য উপহার দিলাম, যা তাদের সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে। আমি টুম্পাকে বলবো, পড়াশোনা শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করে অসহায় পিতার পাশে দাঁড়াতে।”