এস কে সামিউল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি :
“একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান” স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মোট ২০০টি গাছ বিতরণ ও রোপণ করা হয়। আয়োজকরা জানান, এ মৌসুমে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় আরও এক হাজার গাছ বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট সাকিল আহমাদ, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার স্পেশাল পাবলিক প্রসিকিউটর ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক। তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। জলবায়ু পরিবর্তনের এই সময়ে বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতাও।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।