August 4, 2025, 8:33 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

ডোমারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

মিরাজ হুসেন প্লাবন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগমের অপসারণের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ জনগণ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, শাকেরিনা বেগম দীর্ঘ আট বছর ধরে একই উপজেলায় দায়িত্ব পালন করছেন এবং এ সময়ের মধ্যে তিনি নিয়োগ বাণিজ্য ও এমপিও সুবিধা প্রদানে অনিয়ম করেছেন বলে তাদের দাবি।

ছাত্র প্রতিনিধি মো. শরীফ হোসেনের সভাপতিত্বে এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, তালতলী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ এএসএম গোলাপ হোসেন, সাহেবপাড়া পলিটেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শফিউল বারী বুলবুল, বড়রাউতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাসুদ বিন আমিন সুমন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আসমত আরা লাকি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফসহ অন্যান্যরা।

বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও জানান, স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি যথাযথভাবে দেখা হবে।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম বলেন, “আমি এসব অভিযোগ সম্পর্কে কিছুই জানি না। এখানে আট বছর দায়িত্ব পালন করছি, তবে কখনো কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

বিক্ষোভ কর্মসূচির পর আন্দোলনকারীরা প্রশাসনের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন