মিজানুর রহমান মিলন, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় মাজেদা বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত মাজেদা বেওয়া মাঝিড়া গ্রামের মৃত আইদালী প্রামাণিকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে মাজেদা বেওয়া পাতা নিয়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
শাজাহানপুর থানার এসআই মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোর আনুমানিক সাড়ে ৬টার দিকে মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।”
পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে।