August 7, 2025, 11:51 pm
শিরোনাম :
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে নারীসহ ৬ আসামী গ্রেফতার চুরি, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবীদের সম্মাননা ও রক্তদান উদ্বুদ্ধকরণ সভা হবিগঞ্জে মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্র মোফাজ্জলের মর্মান্তিক মৃত্যু মেহেরপুর সীমান্তে মাদকাসক্ত যুবকের মরদেহ উদ্ধার বরগুনায় নৌবাহিনীর হঠাৎ অভিযান, ৪ কেজি গাঁজাসহ দুইজন আটক মুন্সিগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা, জনতার গণপিটুনি জামালপুরে জেসমিন প্রকল্পের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হবিগঞ্জের মাধবপুরে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১, রাজবাড়ীতে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

স্বপ্নে কেয়ামত হতে দেখে তওবা করে অভিনয় ছেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী

মোঃ নিজামুল ইসলাম

স্বপ্নে কেয়ামত হতে দেখে তওবা করে অভিনয় ছেড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী

ঢাকাই সিনেমার একসময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না। দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন প্রায় অর্ধশত সিনেমায় অভিনয় করা এই নায়িকা। সংসারের পাশাপাশি ব্যবসা নিয়েই এখন তার ব্যস্ততা। মঙ্গলার (২৯ এপ্রিল) এই নায়িকার জন্মদিন। আরটিভির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

এদিকে, অভিনয় থেকে বেশ অনেক দিন ধরেই দূরে আছেন আন্না। হঠাৎ সিনেমা ছাড়া প্রসঙ্গে তিনি আরটিভিকে বলেন, স্বপ্নে কেয়ামত হতে দেখে এক রাতের মধ্যেই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে তওবা করেছি, আর কখনও অভিনয় করব না।

তিনি আরও যোগ করেন, অভিনয়কে আমি সবসময় ভালোবাসি। হয়তো কারণবশত আমি কাজটা ছেড়ে দিয়েছি। বর্তমানে পার্লার বিজনেস নিয়ে আমি খুবই হ্যাপি। কারণ, আমি এখানে শুধু মেকআপ নিয়ে কাজ করছি না, নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করছি।

সিনেমায় অভিনয়ের প্রাপ্তি প্রসঙ্গে আন্না জানান, আমি মান্না ভাই, ডিপজল সাহেবের সঙ্গে বেশি কাজ করেছি। এছাড়াও শাকিব, রিয়াজ, ফেরদৌস ভাইয়ের সঙ্গেও কাজ করেছি। বলতে পারেন, জায়েদ ভাই থেকে শুরু করে সবার সঙ্গেই কাজ করেছি। একদিক থেকে আমি অনেক লাকি। সবাই আমাকে অনেক ভালোবেসেছে এবং সবাইকে আমি সম্মান দিয়েছি। আমার কোনো শত্রু নেই, আলহামদুলিল্লাহ্‌।

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা প্রসঙ্গে সাবেক এই নায়িকার ভাষ্য, যখন আমি আমার কোনো সহকর্মীর নামে বাজে কথা শুনি, তখন খুব খারাপ লাগে। আগে তারকাদের ব্যক্তিগত বিষয়ে মানুষ তেমন জানতে পারত না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার বদৌলতে কিছু হলেই সবাই জেনে যায়, সমস্যাটা এখানেই। আমার একটাই চাওয়া, সিনিয়র-জুনিয়র সবাই তাদের ব্যক্তিগত জীবন হাইডে রাখুক। সবাই প্রোফেশনটাকেই হাইলাইট করুক। সবার জন্য আমার শুভকামনা।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত আন্না। শিশুশিল্পী হিসেবে তিনি ‘বিদ্রোহী পদ্মা’, ‘মালা তুমি কার’, ‘প্রেম পিয়াসী’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র কাজ করেছেন। ২০০৬ সালে বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় তিনি রানারআপ হয়েছিলেন। ২০০৯ সালে এফআই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন