August 2, 2025, 5:06 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

গাছের নিচে চাপা পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

এইচ বি সুমন আলী

এইচ বি সুমন আলী
স্টাফ রিপোর্টার, বরগুনা

বরগুনার তালতলী উপজেলায় রাস্তার পাশে কাটা গাছ হঠাৎ পড়ে গিয়ে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৪ মে ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে তালতলীর পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা এবং আলমগীর বিশ্বাসের ছেলে। তিনি চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন এবং চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়ত তার বন্ধু সুজন ও শাওনকে নিয়ে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ একটি মেহগনি গাছ তাদের গায়ের ওপর পড়ে যায়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরীয়তকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের এক ব্যক্তি তার কাজের লোক দিয়ে গাছটি কাটাচ্ছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সাইন ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে অভিযোগ স্থানীয়দের।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসন উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন