মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শিশুসহ ১৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। রবিবার (২৫ মে) ভোরে সোনাপুর সীমান্তের কাটাতারের গেট খুলে জোরপূর্বক তাদের বাংলাদেশের ভূখণ্ডে পাঠিয়ে দেয় বিএসএফ।
পরে সীমান্ত অতিক্রম করে আসা ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৯ জন শিশুকে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ভারত থেকে আসা কয়েকজন জানান, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। আজ ভোরে বিএসএফ তাদের মুজিবনগরের সোনাপুর সীমান্তে এনে কাটাতারের গেট খুলে বাংলাদেশে ঢুকিয়ে দেয়।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আটককৃতরা নিজেদের বাংলাদেশি দাবি করছেন। তবে তাদের কারো কাছেই জাতীয় পরিচয়পত্র নেই। তারা নীলফামারী ও কুড়িগ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সীমান্ত নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।