July 31, 2025, 7:16 pm
শিরোনাম :
রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড

স্ত্রী নির্যাতনের অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা প্রতিবাদে ভাটা ব্যবসায়ী

মিরাজ হুসেন প্লাবন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন এক ভাটা ব্যবসায়ী। তিনি দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

শনিবার (১৪ জুন) রাতে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন ভাটা ব্যবসায়ী আব্দুল মালেক। এ সময় তিনি বলেন, “আমি আমার প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করি এবং দু’জন স্ত্রীকেই ভরণপোষণ দিয়ে যাচ্ছি। কিন্তু প্রথম স্ত্রীর ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক বিরোধের জেরে তারা মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।”

আব্দুল মালেক অভিযোগ করে বলেন, “আমার শ্বশুরপক্ষ পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে। তারা আমার স্ত্রীকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গণমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে উৎসাহিত করছে।”

তিনি আরও বলেন, “ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে আমার ওপর অতীতে শারীরিক হামলা করা হয়েছে, হাত ভেঙে দেওয়া হয়েছে এবং ছুরিকাঘাত করা হয়েছে। এখন আবার মিথ্যা নির্যাতনের অভিযোগ এনে আমাকে নিরাপত্তাহীনতায় রাখা হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আব্দুল মালেক প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন