October 16, 2025, 9:36 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

ইরানে পারমাণবিক হামলা হলে পাকিস্তানও হামলা চালাবে ইসরায়েলে

মিরাজ হুসেন প্লাবন

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তপ্ত হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। এরই মধ্যে ইরানে সম্ভাব্য ইসরায়েলি পারমাণবিক হামলার জবাবে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। যদিও পাকিস্তান সরকার এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর জ্যেষ্ঠ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য জেনারেল মোহসেন রেজাই এক সাক্ষাৎকারে বলেন,

“ইসরায়েল যদি ইরানে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে পাকিস্তানও ইসরায়েলে পারমাণবিক হামলা চালাবে বলে আমাদের নিশ্চিত করেছে।”

তিনি জানান, পাকিস্তান শুধু সমর্থন জানিয়েই থেমে থাকেনি; বরং মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছে।

🔴 যুদ্ধ পরিস্থিতির ভয়াবহ রূপ
গত শুক্রবার ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক বিমান হামলা চালায়। ইরানের দাবি, এতে এখন পর্যন্ত কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও।

এর পাল্টা প্রতিশোধে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে। সোমবার সকালেও চলেছে বড় পরিসরে আক্রমণ। তেলআবিবসহ একাধিক শহরে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এসব হামলায় ইসরায়েলেও প্রাণহানি ও হতাহতের খবর মিলেছে।

🌍 বিশ্বজুড়ে উদ্বেগ
বিশ্লেষকদের আশঙ্কা, ইরান-ইসরায়েল এই যুদ্ধ ধীরে ধীরে এক সর্বব্যাপী সংঘাতে পরিণত হতে পারে, যা কেবল মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বেই অস্থিরতা সৃষ্টি করতে পারে।

বিশ্ব সম্প্রদায়ের অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন—পারমাণবিক যুদ্ধের এমন খোলামেলা হুমকি আন্তর্জাতিক নিরাপত্তা এবং কূটনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন