কলম্বিয়ার মন্টেরিয়া শহরের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া এক হৃদয়ছোঁয়া ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এই ঘটনা না কোনো ছাত্রের, না কোনো শিক্ষকের—বরং এক পথকুকুরের।
প্রতিদিন ছাত্রদের ক্যান্টিনে টাকা দিয়ে খাবার কিনতে দেখেই একদিন সে নিজেই একটি গাছের পাতা মুখে করে এনে ক্যান্টিনের কাউন্টারে রাখে—একদম টাকার মতো করে। যেন সে বলছে, “এই পাতাটা আমার টাকা, আমাকেও একটা বিস্কুট দাও!”
কুকুরটির এই অসাধারণ পর্যবেক্ষণ ও বুদ্ধিমত্তা দেখে অভিভূত হন ক্যান্টিন কর্মীরা। তার হৃদয় ছোঁয়া আবদারে সাড়া দিয়ে তারা প্রতিদিনই তাকে বিনামূল্যে বিস্কুট খাওয়াতে শুরু করেন, পাতাটাকে প্রতীকী মূল্য হিসেবে মেনে নিয়ে।
ছোট এই ঘটনা আবারও প্রমাণ করে দেয়, প্রাণীরাও শিখতে পারে, বুঝতে পারে। আর মানুষ যখন ভালোবাসা দিয়ে দেখে, তখন ভালোবাসার কোনো জাত-বর্ণ বা প্রজাতি থাকে না—থাকে কেবল অনুভব।