October 16, 2025, 11:33 am
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

এক ঘণ্টায় ৬ দফা হামলার পর যুদ্ধবিরতিতে ইরান

মিরাজ হুসেন প্লাবন

মঙ্গলবার (২৪ জুন) ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষে নতুন মোড় নেয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এক ঘণ্টার ব্যবধানে ছয় দফা ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ ও ওয়াইনেট–ও এ খবর নিশ্চিত করে জানিয়েছে, দুই দেশের মধ্যে আপাতত সংঘর্ষ বিরতি চলছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “যুদ্ধবিরতি এখন কার্যকর। কেউ যেন তা লঙ্ঘন না করে।”

তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তির সত্যতা নিশ্চিত করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, “ইসরাইল যদি ভোর ৪টার মধ্যে অবৈধ হামলা বন্ধ করে, তবে আমরা আর পাল্টা হামলার প্রয়োজন দেখছি না।”

🔻 চলমান সংঘর্ষ ও প্রাণহানির চিত্র:
গত ১২ দিনে ইরানে কয়েক শতাধিক এবং ইসরাইলে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার ভোর থেকে দুই দেশ একে অপরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়।
আল জাজিরা সূত্রে জানা যায়, মাত্র এক ঘণ্টায় ইরান ইসরাইলজুড়ে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মতে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও বিরশেবা শহরে একটি অ্যাপার্টমেন্টে সরাসরি আঘাত হানে, যাতে অন্তত চারজন নিহত এবং আরও অনেকে আহত হন।

অন্যদিকে সিএনএন জানায়, মঙ্গলবার ভোরে ইসরাইলও ইরানের রাজধানী তেহরানসহ কয়েকটি স্থানে পাল্টা হামলা চালায়। তেহরানের আকাশে ধোঁয়ার ছবি ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

যদিও ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং ইরান ও ইসরাইলের গণমাধ্যমে যুদ্ধবিরতির খবর প্রচারিত হয়, ইরান সরকার এখনও বিষয়টি নিয়ে দ্বিধায় রয়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরাইলি প্রধানমন্ত্রীর নীরবতা ঘিরে চলছে নানা আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন