July 7, 2025, 7:43 pm

ছাতকে মসজিদ কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৫০+, আটক ৩

মিরাজ হুসেন প্লাবন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: মোঃ মোশাররফ হোসেন:

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। শনিবার (২২ জুন) সন্ধ্যায় সংঘটিত এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতুয়া গ্রামের মসজিদ কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে হুসিয়ার আলী ও এখলাছুর রহমান আখলন মেম্বার পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় পূর্ব বিরোধের জেরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ
ঘটনার খবর পেয়ে ছাতক আর্মি ক্যাম্পের একটি টহল টিম এবং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন—আফতাব উদ্দিন, লায়েক মিয়া ও গোলাম কিবরিয়া। তাদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহতদের পরিচয়
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি গুরুতর আহতরা হলেন:

আবুল হাসনাত (৩৮)

আরশ আলী (৫৫)

আইছ উদ্দিন কালু (৪০)

আবু ছায়িদ (২০)

রবিউল ইসলাম (৫৫)

আব্দুর নুর (২০)

সিরাজ মিয়া (২০)

আবু সুফিয়ান (২৩)

দিলোয়ার হোসেন (২৫)

জাকির হোসেন (২১)

এছাড়া, গিয়াস উদ্দিন (৬০), লালু মিয়া (৩৫), গাজি শাহ (৪০), মোহাম্মদ আলী (২২)-সহ আরও অনেকে আহত হয়ে স্থানীয় কৈতক হাসপাতাল ও আশেপাশের ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

থানার বক্তব্য
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

একটি মসজিদের নেতৃত্ব নিয়ে গ্রামে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ দুঃখজনক। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকাবাসী চায় স্থায়ী সমাধান এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন