October 16, 2025, 11:44 pm
শিরোনাম :
বরগুনা: পুলিশের অভিযানে মাদকসহ তিন যুবক আটক রাজবাড়ীর জামাতা ডা. বাসুদেব সাহার আন্তর্জাতিক পুরস্কার অর্জন গাজীপুর পূবাইলে অবৈধ ঘোড়া জবাই ব্যবসার মূল হোতা আটক মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংবাদিকদের নৌ-ভ্রমণ ও সাংস্কৃতিক আয়োজন বাঁচতে চান সবার সহযোগিতায় কুমিল্লার দাউদকান্দিতে মাদক ব্যবসায়ীর হাতে নির্মমভাবে খুন যুবক গাজীপুরে এনা পরিবহনের বেপরোয়া বাসের ধাক্কায় অটোযাত্রীর মৃত্যু উপজেলা উন্নয়ন কমিটির অফিসে লুটপাটের অভিযোগ রাজবাড়ী: বিশ্ব শিক্ষক দিবসে ৭ গুণী শিক্ষকের সম্মাননা স্মারক প্রদান শহীদ ফেলানী হলের ছাত্রীদের অসন্তুষ্টি, বৈষম্যমূলক সুবিধা নিয়ে অভিযোগ

জামালপুর: ইসলামপুরে চলাচলের রাস্তা বন্ধ, ১০ পরিবার অবরুদ্ধ

মোঃ শামসুল আলম

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুর পৌরশহরের গাঁওকুড়া দর্জিপাড়া এলাকায় বসতবাড়িতে যাতায়াতের রাস্তা না থাকায় অবরুদ্ধ হয়ে পড়েছে ১০টি পরিবার।

প্রায় ২০ বছর আগে মামুন সিদ্দিকী (৪৮) ও মাসুম সিদ্দিকীর (৪৬) নিকট থেকে জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন শিরিনা আক্তার, হাবুলসহ ১০ পরিবার। জমি বিক্রির সময় রাস্তাও দেওয়া হবে বলে আশ্বাস দিলেও পরবর্তীতে তা বাস্তবায়ন হয়নি। বরং সম্প্রতি টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেয় জমির মালিকপক্ষ।

ভুক্তভোগী হাবুল জানান, “গত ১৫ দিন ধরে টিনের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে রাখায় আমরা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছি। প্রতিবাদ করলেই আমাদের মারধর ও লাঞ্ছিত করা হয়।”

শিরিনা আক্তার জানান, তার স্বামী অন্য উপজেলায় চাকরি করেন এবং বাড়িতে একটি শারীরিক প্রতিবন্ধী সন্তান রয়েছে। রাস্তাহীনতার কারণে জরুরি প্রয়োজনে হাসপাতালে নেওয়াও সম্ভব হচ্ছে না। তিনি নিরুপায় হয়ে জামালপুর আদালতে মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত জমির মালিক মামুন ও মাসুম সিদ্দিকী দাবি করেন, “আমরা কারও রাস্তা বন্ধ করিনি। নিজেদের বসতভিটার চারদিকে টিনের বেড়া দিয়েছি। তারা চাইলে আমাদের বাড়ির ভেতর দিয়েই চলাচল করতে পারে।”

গত ২৪ আগস্ট ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীরা গেলে তারা রাস্তা বন্ধ থাকার সত্যতা পান। অভিযোগ রয়েছে, এ সময় সাংবাদিকদের উপস্থিতিতেও ভুক্তভোগীদের মারধর করে অভিযুক্তরা। পরে শিরিনা আক্তার ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন।

ইসলামপুর থানার পরিদর্শক আমিনুল ইসলাম জানান, তদন্তে গিয়ে উভয় পক্ষকে তিন দিনের মধ্যে বসে সমাধান করতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন