December 7, 2025, 8:59 pm

বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় নিহত আইয়ুব আলী

মিরাজ হুসেন প্লাবন

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে ট্রাক্টর ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) বিকেলে নীলফামারী বাইপাস সড়কের ঝন্টুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সদর উপজেলার বেরুবন্দ এলাকার ভোট টু মাহমুদের ছেলে। তিনি জেলা শহরের ডাইলপট্টি এলাকার পান আড়ৎ থেকে পান কিনে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাইপাস সড়ক অতিক্রমের সময় ইটবোঝাই একটি দ্রুতগতির ট্রাক্টর ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আইয়ুব আলীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বলেন, “ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং ট্রাক্টরের বেপরোয়া চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন