December 7, 2025, 1:31 pm

রংপুরের বেরোবিতে সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের নেতৃত্বে আইভি–মেহেদী

মুসফিকুর রহমান

বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজবিজ্ঞান বিভাগের বিতর্ক সংগঠন “সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাব” আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ক্লাবটির আত্মপ্রকাশ হয়।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন এম. এ. আইভি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মিনহাজুর রহমান মেহেদী।

কমিটির অন্যান্যরা হলেন— সহ-সভাপতি বিধান চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জয়, সহ-সাংগঠনিক সম্পাদক মোফাখখারুল ইসলাম, অর্থ সম্পাদক মুমতাহিনা পারভীন তৃষা, দপ্তর সম্পাদক শাওন, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক খাদিজা আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক শুভ মোহন্ত, মানবসম্পদ সম্পাদক আইরিন আক্তার এবং লিঙ্গ সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান আঁখি।

সভাপতি এম. এ. আইভি বলেন,
“এই ক্লাব আমাদের মেধা, যুক্তি ও প্রকাশভঙ্গি বিকাশের অন্যতম ক্ষেত্র। আমরা চাই এটি শুধু প্রতিযোগিতার জন্য নয়, জ্ঞান ও সংস্কৃতির বিনিময়ের কেন্দ্র হয়ে উঠুক।”

সাধারণ সম্পাদক মেহেদী বলেন,
“বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি আত্মবিশ্বাসের উৎস। আমাদের লক্ষ্য ক্লাবের কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তোলা।”

সমাজবিজ্ঞান বিতর্ক ক্লাবের উপদেষ্টা এবং বিভাগের শিক্ষক রাম প্রশাদ বর্মণ বলেন, শিক্ষার্থীরা বিতর্ক চর্চার মাধ্যমে উন্নত মানসিকতার মানুষ হিসেবে গড়ে উঠবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন