December 7, 2025, 7:24 am

ভোলা-বরিশাল সেতুর দাবিতে লং মার্চ: নদী সাঁতরে যাওয়ার পথে অসুস্থ যুবক

মোঃ নিজামুল ইসলাম
ছবি সংগৃহীত

ভোলা-বরিশাল সেতুর দাবিতে লং মার্চ: নদী সাঁতরে যাওয়ার পথে অসুস্থ যুবক

স্টাফ রিপোর্টার:
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে আয়োজিত ভোলা টু ঢাকা লং মার্চ চলাকালীন এক যুবক নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে বলে লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু নির্মাণের দাবিকে প্রতীকীভাবে তুলে ধরতে কয়েকজন যুবক নদী সাঁতরে অগ্রসর হতে থাকেন। এ সময় অংশগ্রহণকারী এক যুবক হঠাৎ শ্বাসকষ্ট ও মাথা ঘোরা অনুভব করলে তাকে দ্রুত তীরে তুলে আনা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়।

লং মার্চ আয়োজক কমিটির সদস্যরা জানান, ভোলা ও বরিশালের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন—একটি স্থায়ী সেতু নির্মাণ। এ দাবিকে জোরালো করতে তারা ভোলা থেকে ঢাকা পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছেন। আয়োজকদের দাবি, সেতুটি হলে ভোলা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের অর্থনীতি আরও গতিশীল হবে এবং যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।

অসুস্থ যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসা প্রদানকারীরা।

আয়োজকরা জানান, লং মার্চের উদ্দেশ্য শান্তিপূর্ণভাবে দাবি তুলে ধরা; তবে তারা অংশগ্রহণকারীদের সতর্ক ও নিরাপদ থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন