বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, তার নামের আগে ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ বিশেষণ ব্যবহার না করতে। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক ঢাকা বিভাগের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় এ নির্দেশনা দেন তিনি।