December 23, 2024, 4:29 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

তারেক রহমানের খালাসে বগুড়া: শাজাহানপুরে বিএনপি’র আনন্দ মিছিল।

মিরাজ হুসেন প্লাবন

মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি খালাস পাওয়ার পর বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপি এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

 

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে শাজাহানপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। বগুড়া জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এবং শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন এই মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি উপজেলা কার্যালয় থেকে শুরু হয়ে মাঝিড়া বটতলা মোড় ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপস্থিত নেতৃবৃন্দ

 

সভায় সভাপতিত্ব করেন শাজাহানপুর উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, বিএনপি নেতা আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুল ইসলাম আজাদসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপি সভাপতি হাফিজার রহমান কাজল, আশেকপুর ইউনিয়ন বিএনপি সভাপতি এম ইদ্রিস আলী সাকিদার, উপজেলা জাসাস সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা, মৎস্যদলের সভাপতি ইবনে সাউদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।

 

মিছিল এবং আলোচনায় নেতা-কর্মীরা তারেক রহমানের খালাসকে ‘ন্যায়ের বিজয়’ হিসেবে অভিহিত করেন এবং দলীয় ঐক্যের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন