আনোয়ার হোসেন (পান্না):
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি সম্পর্কের টানাপোড়ন সত্ত্বেও আলোচনার জন্য ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন।
বুধবার (৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী আগামী সপ্তাহে বাংলাদেশ সফর করবেন, যা গত আগস্টে ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম ভারতীয় উচ্চপর্যায়ের সফর হতে যাচ্ছে।
ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপট
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু ইস্যুতে উত্তেজনা তৈরি হয়েছে, যার মধ্যে রয়েছে চিন্ময় দাসের গ্রেপ্তার ও সংখ্যালঘুদের ওপর কথিত হামলা, যা ভারতের সীমান্তবর্তী রাজ্যে বিক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছে।
এছাড়া, বাংলাদেশে গত কয়েক মাসে কয়েকটি বিক্ষোভের মুখে ভারতীয় নেতাদের একাধিক বিতর্কিত মন্তব্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম ছিল আগরতলায় বাংলাদেশের কনস্যুলেটে একটি বড় বিক্ষোভের ঘটনায় হামলা।
আলোচনার আশাবাদ
ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরটি মূলত পররাষ্ট্র দফতরের বার্ষিক আলোচনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সফরের প্রস্তুতি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানিয়েছেন, এটি দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি এবং আলোচনার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।