ঘোড়াঘাটে লাগসই প্রযুক্তির প্রয়োগ সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী
ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
আজ শুক্রবার দুপুর ১২ টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে ‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে অনুষ্ঠিত এ সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম
সেমিনারে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।