December 23, 2024, 4:35 am
শিরোনাম :
বশেমুরবিপ্রবিতে ছাত্র আন্দোলনে উস্কানিদাতা উপ-রেজিস্ট্রার গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রক্তদান সংগঠন “ব্রুবা”র উদ্বোধন মুন্সীগঞ্জ গজারিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা বগুড়ার ধুনটে সপ্তম শ্রেণির ছাত্রী থেকে ছেলে রূপান্তর: নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ টঙ্গিবাড়ীতে বিক্রমপুর মুন্সীগঞ্জ কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ, আহত ১০ গাজীপুরে বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !! বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটিতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ আজ বছরের দীর্ঘতম রাত

মুন্সীগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা, ৪ হাজারেরও বেশি অংশগ্রহণ

মিরাজ হুসেন প্লাবন

আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পয়সা উচ্চ বিদ্যালয়ের পাশে অনুষ্ঠিত হলো বিএনপির নেতাকর্মীদের মিলনমেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত এই মিলনমেলায় জেলার বিভিন্ন স্থান থেকে চার হাজারেরও বেশি বিএনপি নেতা-কর্মী অংশ নেন। সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বিকেলে মিলনমেলায় উপস্থিত হন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা, আব্দুল কুদ্দুস ধীরনসহ অন্যান্য নেতারা।

এছাড়া, মিলনমেলার পাশাপাশি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও করা হয়। গতকাল বৃহস্পতিবার রাতে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং আজ সকালে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে সাঈদ হোসেন মিন্টু একাদশ ২-০ গোলে জয়লাভ করে। অন্যদিকে, ক্রিকেট ম্যাচে মতি সারেং একাদশ ৩৮ রানে বিজয়ী হয়।

দুপুরে সাধারণ মানুষের জন্য গণভোজের আয়োজন করা হলে, সেখানে উপস্থিত হন অনেকেই। বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে সম্মাননা কাপ ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সভাপতি সুমন ভুইয়া, যুবদলের বিভিন্ন নেতা এবং সদরঘাট যুব ব্যবসায়ী কল্যাণ পরিষদের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন