মুন্সিগঞ্জে টঙ্গীবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আক্কাছ আলী
(মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, টঙ্গীবাড়ী উপজেলা প্রকল্প কর্মকর্তা স্বপন মাতুব্বর, টঙ্গীবাড়ী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শাহজাহান, মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।