মিরাজ হুসেন প্লাবন.
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করছেন বাংলাদেশ রেলওয়ের গেটকিপার ও ওয়েম্যানরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের এফডিসি রেলগেটে অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন তারা। ফলে প্রায় দুই ঘণ্টা ধরে ঢাকার সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা রেললাইন ছেড়ে যাবেন না। এ অবস্থায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে পুলিশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ জানান, বেতন দেওয়ার জন্য বরাদ্দ না থাকা এবং আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া পড়ে গেছে। তিনি বলেন, “আমরা এখন বরাদ্দ পেয়েছি। আগামী দুই দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে। আমরা তাদের রেলপথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভকারীদের অবস্থান চলছিল এবং রেল চলাচল এখনও বন্ধ রয়েছে।
Looking for quick working capital? Get approved instantly—no credit checks, no
paperwork, just a smooth, easy process.
See what you qualify for today: reachoutcapital.com/approval
Need working capital? Check what you qualify for instantly—no credit check,
no documents, no sales calls. It’s free and fully automated.
Try now: reachoutcapital.com/approval