July 9, 2025, 10:01 pm

১০ ট্রাক অস্ত্র মামলায় হাইকোর্টের রায়: লুৎফুজ্জামান বাবর খালাস

মিরাজ হুসেন প্লাবন

বহুল আলোচিত চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সাত আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

২০১৪ সালে দেওয়া বিচারিক আদালতের রায়ে বাবরসহ ১৪ জনের মৃত্যুদণ্ড হয়েছিল। তবে হাইকোর্টের এই রায় সেই রায়কে পাল্টে দেয়।

২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাটে ১০ ট্রাকভর্তি অস্ত্রের একটি চালান আটক করা হয়। এরপর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়। ২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ রায়ে বাবরসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রায়সহ মামলার নথি হাইকোর্টে ডেথ রেফারেন্স হিসেবে পাঠানো হয়। পাশাপাশি দণ্ডিত আসামিরা হাইকোর্টে আপিল করেন। গত ৬ নভেম্বর এই আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়। বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির ও এসএম শাহজাহান।

দীর্ঘ শুনানির পর হাইকোর্ট বাবরসহ সাতজনকে খালাস দেন।

এই রায় দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন