July 8, 2025, 11:33 am

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তি নিয়ে বেরোবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এ মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮

ডিসেম্বর, ২০২৪) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

 

“ইনফরমেশন সেশন অন এডুকেশন ইন ইউএসএ অ্যান্ড স্কলারশিপ অপারচুনিটি” শীর্ষক এ আয়োজনে শিক্ষার্থীদের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার

বিভিন্ন দিক তুলে ধরেন ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির ডিরেক্টর অব পাবলিক এঙ্গেজ স্কট হার্টম্যান এবং ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যালামনাই কো-অর্ডিনেটর এ

কিউ এম মুশফিক হাসান।

 

অনুষ্ঠানে বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ

উপস্থিত ছিলেন। ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন

এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করেন।

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের উদ্যোগে আয়োজিত এই সেশনে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা মার্কিন

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও বৃত্তি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।

উপাচার্য ড. মোঃ শওকাত আলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক সুযোগ গ্রহণ করতে হলে নিজের দক্ষতা বৃদ্ধি ও প্রস্তুতির

কোনো বিকল্প নেই। এমন আয়োজন শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অনুপ্রাণিত করবে।”

শেষে প্রতিনিধিদল ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময়ের মাধ্যমে আয়োজনটি সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন