বগুড়া প্রতিনিধি:
বগুড়ার সদর উপজেলার কাটনারপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী এক সাংবাদিক ও তার পরিবার
হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ইকবাল মাহমুদ বাপ্পি, যিনি নিউজ ফেয়ার টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি এবং মৃত আব্দুল ওহাব জলির ছেলে, তিনজনকে বিবাদী করে
অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন:
মামুনুর রশিদ মামুন (৫০), পিতা-মৃত আব্দুর রাজ্জাক
পাপিয়া বেগম (৪৫), স্বামী-মামুনুর রশিদ মামুন
সাদিয়া (১৯), পিতা-মামুনুর রশিদ মামুন
অভিযোগের বিবরণ:
ইকবাল মাহমুদ বাপ্পি অভিযোগে উল্লেখ করেছেন, বিবাদীরা তার মা, স্ত্রী এবং সন্তানদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করেন এবং দীর্ঘদিন ধরে বাড়ির জমি
নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় বিবাদীরা তার বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। বাপ্পির মা রেবেকা
সুলতানা এবং স্ত্রী সাবিনা ইয়াসমিন এ কাজে বাধা দিলে, অভিযুক্তরা তাদের এলোপাতাড়ি মারধর করে। এতে তার মা ও স্ত্রী গুরুতর আঘাত পান।
বাপ্পির অভিযোগ অনুযায়ী, বিবাদীরা ইট-পাটকেল দিয়ে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি সামাল দেয়।
পুলিশের বক্তব্য:
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মঈনুদ্দীন জানান, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা
হবে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রত্যাশা করছে।