বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৪ দিনের শীতকালীন ছুটির সময় বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। শুক্রবার (২০
ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে এই নির্দেশনা জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ছুটির সময় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। এ সময় প্রধান ফটক বন্ধ থাকবে। তবে বিশেষ জরুরি
প্রয়োজনে গেট ক্লিয়ারেন্স সাপেক্ষে বা রেজিস্ট্রার খাতায় কারণ উল্লেখ করে প্রবেশের অনুমতি নেওয়া যাবে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করলে প্রাথমিকভাবে তাকে তিন দিনের কারাদণ্ড
দেওয়া হবে। এই নোটিশ নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই পদক্ষেপ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপ্রত্যাশিত ঘটনার ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে।