বরগুনা প্রতিনিধি: এইচ বি সুমন আলী
তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রথম অফিস উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি)
বিকেলে পচাকোড়ালিয়া সুইজ গেট বাজারে এ আয়োজন করা হয়। এটি জামায়াতে ইসলামীর ৮৩ বছরের ইতিহাসে পচাকোড়ালিয়া ইউনিয়নে প্রথম
অফিস উদ্বোধন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মোঃ মহিবুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন
বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ
শাহজালাল, এবং তালতলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোঃ ছাঈদুর রহমান।
পচাকোড়ালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারির পরিচালনায় আরও বক্তব্য রাখেন
নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, তানভীরুল ইসলাম, আলতাফ হোসেন, রুহুল আমিন তহসিলদার, মাওলানা শিহাব উদ্দিন, আব্দুল মালেক, এবং বাশার
আল হেলাল।
বক্তারা পচাকোড়ালিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ধর্মীয় ও
সামাজিক উন্নয়নমূলক কাজে সবার অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ইউনিয়নের বিভিন্ন স্তরের মানুষের অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়েছে।