মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানিয়েছেন। আজ এক
সংবাদ সম্মেলনে তারা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জন্য ছাত্র সংসদ নির্বাচনকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
শিক্ষার্থীদের মতে, নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার প্রসার ঘটবে, যা শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তারা
পূর্বে ঘটে যাওয়া জুলাই-আগস্টের ঘটনায় শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
তারা আরও আহ্বান জানান, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের।
শিক্ষার্থীরা বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের সার্বিক অগ্রগতির জন্য অপরিহার্য। এটি না হলে শিক্ষার্থীদের স্বার্থ অবহেলিত
থেকে যাবে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে তাদের দাবিগুলোর বাস্তবায়ন সম্ভব হয়।