July 8, 2025, 10:08 am

শীর্ষ দুই পদ অপরিবর্তিত রেখে কুবি শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

মিরাজ হুসেন প্লাবন

🛑 “সভাপতি-সেক্রেটারি পদে পুরনো নেতৃত্বই থাকছে।”

কুবি প্রতিনিধি: ওবায়দুল্লাহ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব

পেয়েছেন ২০১৭-১৮ বর্ষের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শেখ

মাজহারুল ইসলাম। এর আগেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাতে সেক্রেটারি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল (৩ জানুয়ারি) রাত আটটায় কুমিল্লা মহানগর

শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতিবছর কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে নতুন

নেতৃত্ব মনোনীত হয়। সেই ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।”

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে তিনি বলেন, “বর্তমানে সভাপতি ও সেক্রেটারি দিয়েই কাজ চলবে। ভবিষ্যতে প্রয়োজন হলে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন