🟥 ৭ ও ৮ জানুয়ারি উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা।
🟥 ৯ জানুয়ারির পর থেকে টানা শীতের তীব্রতা বাড়বে।
🟥 সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টির পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমার প্রবণতা দেখা দিতে পারে। এমনকি মৃদু
থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ‘৭ ও ৮ জানুয়ারি দেশের উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। এরপর ৯ জানুয়ারি
থেকে টানা কিছুদিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সেই সময় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যেতে পারে।’
আবহাওয়ার সিনপটিক বিশ্লেষণে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক
লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে এবং এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
দেশের উত্তরাঞ্চল ও রংপুর বিভাগের বাসিন্দাদের শীত ও বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।