
ভোলা জেলার পরানগঞ্জ বাজারের সড়কে মরণফাঁদ
যাতায়াতের অন্যতম মাধ্যম ভোলা ইলিশা মহাসড়ক। ভোলায় দুর্ঘটনা নতুন কিছু নয়, প্রতিনিয়ত ঘটছে মারাত্মক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনা রোধে যত কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাই বলা হোক না কেন, এটা থামছেই না। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ বেপরোয়া গতিতে গাড়ি চালানো। সত্য এই যে, বেপরোয়া গাড়ি চালানো এখন নিয়মে পরিণত হয়েছে। আর তাই প্রতিদিন দেশের কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে।
দেশে সড়ক দুর্ঘটনায় ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। গত বছর ৬ হাজার ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ হাজার ৬০৮ জন। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
অবস্থা এখন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, একজন যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন কিনা, তা নিয়ে তাকে প্রতি মুহূর্তেই উৎকণ্ঠায় থাকতে হচ্ছে।
দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে একটি হচ্ছে অনিরাপদ সড়ক।
ভোলা জেলার পরানগঞ্জ বাজারের মাঝখানে সড়কের বেহাল দশা, যেকোন মুহুর্তে ঘটে যেতে পারে মারাত্মক এক্সিডেন্ট। এটি দ্রুত সমাধান না হলে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে পথচারীরা। তাই সড়কের এই সমস্যার সমাধান চায় পথচারীরা।