মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জে “জীবন জীবনের জন্য ফাউন্ডেশন”-এর উদ্যোগে নতুন বছরের শুরুতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং দোয়া
মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ভট্টাচার্য পাড়া এলাকার ৩৪ নং পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পশ্চিম পানহাটা
ফোরকানিয়া হাকিমিয়া মাদ্রাসার ৩০০-এর বেশি ছাত্র-ছাত্রীর মাঝে খাতা, কলম, পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. সামাদ কবির। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন দেওয়ান
এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন মাদবর।
উদ্যোক্তাদের বক্তব্য:
“জীবন জীবনের জন্য ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. জীবন মাদবর বলেন,
“গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় অনুপ্রাণিত করতে এবং তাদের আর্থিক অসচ্ছলতা দূর করতে আমাদের এই উদ্যোগ। এই শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের
লেখাপড়ার প্রতি মনোযোগী করবে। আমরা বিশ্বাস করি, তাদের অর্জিত সাওয়াবের অংশীদার হতে পারব।”
তিনি আরও উল্লেখ করেন, ফাউন্ডেশনটি রক্তদান, শীতবস্ত্র বিতরণ, বন্যাকবলিত মানুষের সহায়তা এবং পথশিশুদের পাশে দাঁড়ানোর মতো মানবিক
কাজেও নিবেদিত।
আগামী কর্মসূচি:
জানুয়ারি মাসেই মুন্সীগঞ্জের আরও চারটি শিক্ষা প্রতিষ্ঠান—আনন্দ পাঠশালা, পানাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিনদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং
রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে।
উপস্থিত অতিথি ও সদস্যরা:
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নং পানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাঈল আল মামুন, টংগিবাড়ি ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা
মো. শাহীন, এবং স্থানীয় সমাজসেবক কাদির সিকদার, শ্যামল সিকদার, মো. কাশেম দেওয়ানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।
ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম তূর্য, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সুজন, প্রচার
সম্পাদক সাজাদ হোসেন তামিমসহ আরও অনেক সেচ্ছাসেবক।
এই মহৎ উদ্যোগে স্থানীয় জনগণ এবং শিক্ষার্থী অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। সমাজসেবামূলক কার্যক্রমে ফাউন্ডেশনের অবদান সবার জন্য
অনুকরণীয় হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অতিথিরা।