মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের প্রতি
শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
মঙ্গলবার (৭ জানুয়ারি, ২০২৫) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও
মোনাজাত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান
নকীব এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
কবর জিয়ারতের পর রাবি ও বাউবি উপাচার্য শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তাঁরা পরিবারের
প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ। বেরোবি প্রশাসনের পক্ষ থেকে শহীদ আবু
সাঈদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এই উদ্যোগ নেওয়া হয়।
শহীদ আবু সাঈদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আত্মত্যাগ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মাঝে প্রেরণার উৎস হয়ে থাকবে বলে
মনে করেন সংশ্লিষ্টরা।