আক্কাছ আলী, মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় এজাহারভুক্ত আসামি ও যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঢাকা-মাওয়া
মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।
নেতা-কর্মীরা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন, যা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স
চলাচলে বাধা দেওয়া হয়নি বলে জানা গেছে।
এর আগে, শুক্রবার রাতে শ্রীনগরে গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলামকে থানায় নেওয়ার পর বিএনপি নেতা-কর্মীরা তাকে ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ
রয়েছে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।