মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
রংপুরে ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো “তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫”। শুক্রবার (১০ জানুয়ারি) বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে আয়োজিত এ উৎসবে তরুণ বিতার্কিকদের যুক্তিচর্চা ও দক্ষতা উন্নয়নের প্রতি
গুরুত্বারোপ করা হয়।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইলিয়াস প্রামানিক (পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর), ড. মো.
ফেরদৌস রহমান (প্রক্টর, বেরোবি), এবং আব্দুল্লাহ আল মাহবুব (সহকারী অধ্যাপক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ)।
বিচারক প্যানেলে ছিলেন প্রফেসর মো. তোফায়েল হোসেন (সাবেক অধ্যাপক, ইংরেজি বিভাগ, কারমাইকেল কলেজ), ড. মোতাহার হোসেন সুজন
(অধ্যাপক, বাংলা বিভাগ, রংপুর সরকারি কলেজ), ড. মাগফুর হোসেন রিপন (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ), এবং আব্দুল মাজেদ (বিচারক,
বাংলাদেশ টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা)।
অনুষ্ঠানের পর্যবেক্ষক লায়ন এম আজহারুল ইসলাম দুলাল (চেয়ারম্যান, বিতর্ক বিকাশ রংপুর) এবং দি হাঙ্গার প্রজেক্ট রংপুর অঞ্চলের আঞ্চলিক
সমন্বয়কারী রাজেশ দে রাজু উপস্থিত ছিলেন।
আয়োজনের আহ্বায়ক হাসান আলী বলেন, “যুক্তি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্ম সমাজের অন্ধবিশ্বাস দূর করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এই উৎসব তরুণদের সম্প্রীতি ও সুশাসন বিষয়ে সচেতন করতে পরিবেশ সৃষ্টি করেছে।”
আহ্বায়ক হাসান আলী, সহ-আহ্বায়ক নাজমুস সাকিব এবং মিফতাহুল ইসলাম লাবিবের নেতৃত্বে সফলভাবে সম্পন্ন হওয়া এই বিতর্ক উৎসবে তরুণ
বিতার্কিকরা সমসাময়িক ইস্যু নিয়ে যুক্তির লড়াইয়ে অংশ নেন। আয়োজকদের আশা, এই প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে যুক্তিচর্চায় উদ্বুদ্ধ করে সমাজে
ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করবে।
“তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫” আয়োজনটি স্মরণীয় মাইলফলক হিসেবে থেকে যাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।