মোংলা বন্দরে শুল্কমুক্ত কোটায় আনা সাবেক তিন সংসদ সদস্যের তিনটি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের প্রাডো গাড়ি নিলামে তোলা হয়েছে। তবে তিনটির মধ্যে
মাত্র একটির জন্য দরপত্র জমা পড়েছে। বাকি দুটি গাড়ির জন্য কোনো প্রস্তাব জমা পড়েনি।
গাড়িগুলো ২০২4 সালের ১৭ জুলাই মোংলা বন্দরে আমদানি করেন টাঙ্গাইল-৮ আসনের অনুপম শাহজাহান জয়, দিনাজপুর-১ আসনের মুহাম্মদ
জাকারিয়া এবং সংরক্ষিত আসনের নাসিমা জামান ববি। রাজনৈতিক পরিস্থিতি বদলে তারা পলাতক থাকায় এসব গাড়ি বন্দরে ফেলে রাখতে হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা প্রায় ৩০০টি গাড়ি নিলামে তুললেও বিক্রি হয়নি। বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিচালক মো.
কামাল হোসেন বলেন, “বারবার নিলামে তোলা হলেও গাড়িগুলো বিক্রি হচ্ছে না, এতে শেড ও ইয়ার্ডে জায়গা দখল করে গাড়িগুলো বিকল হচ্ছে।”
মোংলা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. রুবেল হাসান জানান, সাবেক এমপিদের এই বিলাসবহুল গাড়িগুলো যথাসময়ে ছাড়িয়ে না নেওয়ায় তা
কাস্টমস অধীনে নিলামে তোলা হয়। ২০২4 সালের ২৫ নভেম্বর নিলামে তোলা হলেও এখনও বিক্রয় সম্পন্ন হয়নি।
জানা গেছে, শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রথম চালু করেন ১৯৮৭ সালে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ। ২০০৭ সালে সুবিধাটি বাতিল
হলেও ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এটি পুনরায় চালু করে। গত ১৫ বছরে এই নীতির কারণে সরকারের রাজস্বে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি
হয়েছে বলে সূত্র জানায়।
বন্দর কর্তৃপক্ষ দ্রুত নিলামের মাধ্যমে গাড়িগুলোর সমস্যার সমাধান করতে চায়।