মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি
বিভাগীয় স্বেচ্ছাচারিতা ও ইচ্ছাকৃত সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে
কর্মবিরতিতে নেমেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিভাগের ইন্টার্ন শিক্ষার্থীরা।
সোমবার কর্মবিরতি ঘোষণা করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও দাবি পূরণ না হওয়ায় মঙ্গলবার সকাল ১০টায় কৃষি অনুষদ ভবনের সামনে অবস্থান
কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত দাবি পূরণ না হলে অনুষদে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আন্দোলনরত ১৬তম ব্যাচের ইন্টার্ন মো. জাকির হোসেন বলেন, “সারা দেশের ভেটেরিনারি শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারলেও
আমাদের ব্যাচকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়েছে। বিভাগের একাডেমিক কমিটি বিষয়টি জানলেও সিদ্ধান্ত বদল করেনি, যা অমানবিক ও অন্যায়।”
শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমাদের শিক্ষকদের আক্রোশের শিকার হয়ে ন্যায্য দাবি বারবার প্রত্যাখ্যাত হয়েছে। আমরা গিনিপিগের মতো ব্যবহৃত
হচ্ছি।”
শিক্ষক শশী আহমেদ আন্দোলনকে সমর্থন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো সঠিক। তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত।”
শিক্ষার্থীরা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও কঠোর হবে।