“পরীক্ষার অনুমতি দিতে হবে, বৈষম্যের ঠাঁই নাই!”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পেয়ে বিভাগে তালা দিয়ে বিক্ষোভ করেছে।
মূল দাবি:
– দ্রুত লেভেল ফাইভ সেমিস্টার-২ পরীক্ষা নিয়ে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ।
– বিভাগের চেয়ারে ব্যক্তিগত আক্রোশের অভিযোগ।
– সমস্যার সমাধান না হলে চেয়ারম্যান পদত্যাগের হুঁশিয়ারি।
পরিস্থিতি:
– বিভাগের চেয়ারে তালা ঝুলিয়ে অবস্থান।
– স্লোগান: “বিসিএস নিয়ে গড়িমসি চলবে না।”
– প্রশাসনের বারবার আশ্বাসেও সমাধানহীন অবস্থায় ক্ষোভ।