আজ রোববার (১৯ জানুয়ারি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাসের হার ৪৫.৬২ শতাংশ।
অনেক শিক্ষার্থী ৭২-৭৩ নম্বর পেয়েও ভর্তি হতে ব্যর্থ হয়েছেন, অপরদিকে মুক্তিযোদ্ধা কোটায় ৪৬ নম্বর পেয়ে ভর্তি হওয়ার অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোটা বাতিল করা হলেও, মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৫% কোটা বহাল রয়েছে।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে পূর্বের আন্দোলন সত্ত্বেও, এখনও ভর্তি প্রক্রিয়ায় কোটা ব্যবস্থা বিদ্যমান, যা মেধাবী শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।