July 8, 2025, 11:22 am

জামালপুরে জেন্ডার বিষয়ে এলাকাবাসীর সচেতনতায় সভা অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

মোঃ শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের অংশগ্রহণে জেন্ডার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) কুলিয়া ইউনিয়নের দ্বিতীয় সাদিপাটি গ্রামের মোফাজ্জল মাস্টারের বাড়িতে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে বাস্তবায়নাধীন “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের” আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহস্থালির কাজে পুরুষের অংশগ্রহণ, শিশুদের লালন-পালনে পরিবারের সদস্যদের ভূমিকা, নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্তকরণ, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের অংশগ্রহণ, পুষ্টিকর খাবার সবার মাঝে ভাগাভাগি, পারিবারিক সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে এবং শিশু নির্যাতন প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুন নাহার, সাবেক প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, মোশারফ হোসেন মাদ্রাসার কারী মোহাম্মদ আঃ জলিল, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর বিজন কুমার দেব এবং জেন্ডার ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।

এ ধরনের উদ্যোগ এলাকাবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডারভিত্তিক সামাজিক সমস্যাগুলো সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন