July 31, 2025, 7:49 am
শিরোনাম :
মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড় রাজবাড়ীর মুচিদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে নির্মম হত্যাকাণ্ড বগুড়ায় আকাশে উড়ার স্বপ্নভঙ্গ: জুলাই শেষ, নেই বাণিজ্যিক ফ্লাইট! ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন

শেরপুর সরকারি কলেজের ২১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন

মো: তানজিম ইসলাম

মো: তানজিম ইসলাম

শেরপুর জেলার গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর সরকারি কলেজ এ অঞ্চলের উচ্চ শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ। এ বছর এই কলেজের ২১ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত রোববার (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর সোমবার দুপুরে এই তথ্য জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামছুল হুদা চৌধুরী বলেন, “আমরা এর থেকেও বেশি আশা করেছিলাম। তবে বিগত বছরের তুলনায় এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।”

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন বলেন, “প্রতি বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী মেডিকেল, বুয়েটসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে আসছেন।”

এ বছর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া কৃতী শিক্ষার্থীরা হলেন—
মিত্রা (রাজশাহী মেডিকেল কলেজ), রেশমি (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), সুপ্তি (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), সাদিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ), আদিবা আহসান (বগুড়া মেডিকেল কলেজ), তাহমিনা (এম.এ.জি উসমানী মেডিকেল কলেজ), রিতু (ময়মনসিংহ মেডিকেল কলেজ), পুজা (মুগদা মেডিকেল কলেজ), তাসনীম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), নুসরাত (সিলেট মেডিকেল কলেজ), ইভা (টাঙ্গাইল মেডিকেল কলেজ), আরাফাতুল (চাঁদপুর মেডিকেল কলেজ), রিতু-২ (ময়মনসিংহ মেডিকেল কলেজ), ফাহমিদা (ফরিদপুর মেডিকেল কলেজ), নিশাল (ময়মনসিংহ মেডিকেল কলেজ), তওহিদ (শেরে-বাংলা মেডিকেল কলেজ), নিশাত (জামালপুর মেডিকেল কলেজ), আফিয়া ইবনাত (রংপুর মেডিকেল কলেজ), প্রীতি খানম (সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ), মিতালী (সাতক্ষীরা মেডিকেল কলেজ), রিয়া (কিশোরগঞ্জ মেডিকেল কলেজ)।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, কৃতী এসব শিক্ষার্থীকে শীঘ্রই সংবর্ধনা দেওয়া হবে। এ সাফল্যকে কেন্দ্র করে শেরপুর সরকারি কলেজ ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন