বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী নুরুজ্জামান নুরু গ্রেফতার হয়েছেন। নুরুজ্জামান, যিনি একাধিক হামলা, হত্যা ও জমি দখলের মামলার আসামি ছিলেন, তিনি শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আজ দুপুরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নুরুজ্জামানকে অবরুদ্ধ করে রাখেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতায় সাভার থানার পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, নুরুজ্জামান বিশ্ববিদ্যালয়ে আত্মগোপন করে ছিলেন এবং তার পরিচয় গোপন রাখার চেষ্টা করছিলেন। তবে একদল শিক্ষার্থী তার অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ে অবস্থানের বিষয়টি টের পেয়ে তাকে অবরুদ্ধ করে।