মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশীর পরীক্ষা না দিয়ে উত্তীর্ণ হওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ বুধবার (২২ জানুয়ারি, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী এই কমিটি গঠনের ঘোষণা দেন।
গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলাম। কমিটির অন্য দুই সদস্য হলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হান্নান মিয়া, যিনি কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, কমিটিকে দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গণিত বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী পরীক্ষা না দিয়েও একটি কোর্সে উত্তীর্ণ হওয়ার অভিযোগে সম্প্রতি পত্রপত্রিকায় নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে এবং দ্রুত তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তদন্তের প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।