August 3, 2025, 3:06 pm
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে পড়াশোনার সম্পুর্ণ খরচ দেবে বিল গেটস স্কলারশিপ, আবেদন চলছে রাজবাড়ীতে ৩১ কৃতি শিক্ষার্থী পেল এসইডিপি সম্মাননা ও অর্থ সহায়তা সুনামগঞ্জের ছাত্রলীগ নেতা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলনে গ্রামবাসীর ধাওয়া, ড্রেজারে আগুন! স্কুলের সামনে হাঁটুসমান পানি—দুর্ভোগে কোমলমতি শিক্ষার্থীরা! সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন সমন্বয়ক — বললেন, ভুল করিনি! জামালপুরের ইসলামপুরে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ নারী, ৩৬ ঘণ্টা পর মিললো মরদেহ কেশবপুরে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের ইসলামি ছাত্র শিবিরের সংবর্ধনা লাশ লাগলে লাশ নে, বাজেট দে”—উত্তাল রংপুর মডার্ন মোড়

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমচন সংস্থার উদ্দ্যেগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

মো: রাহিম হোসেন

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমচন সংস্থার উদ্দ্যেগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত ।

চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনা মূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা । আজ ২৪ই জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শ্রী কালী মন্দির সংলগ্নে মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে সংস্থাটি ।

এই সময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী  চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়াল সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এই সময় বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী । তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি, এছাড়া আমরা প্রতিদিন রাতে বাস্তহীন ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, আমাদের এই সেচ্ছাসেবী সংগঠনের একটি দল রাত ১০-১১ টার সময় শহর ও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি, আমাদের এই কাজের একটাই লক্ষ্য আমাদের আশে পাশে যারা ছিন্ন মূল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো, এই শীতে তাদের শীত নিবরণের জন্য তাদের কম্বল বিতরণ করাই আমার এক মাত্র উদ্দেশ্য ।

আপনারা সকলের জানেন আমাদের এই সংস্থাটি অরাজনৈতিক ও একটি সেচ্ছাসেবী একটি সংগঠন । সুতরাং আমাদের এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি ।

এই সময় আরো বক্তব্য রাখেন সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, তিনি বলেন, আমাদের এই সংগঠনটির অতীতের কর্মসূচি গুলো আপনারা দেখেছেন, সেখানে জগন্নাথ দেবের রথ যাত্রায় লেবু জল বিতরণ, ঈদুল আযাহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, গরীব ও অসহায় পরিবারের অন্তষ্টিক্রিয়াতে (মৃতদেহর শেষকার্য) অর্থ প্রদান ও আদ্য-শ্রাদ্ধে সার্বিক ভাবে সহায়তা , এছাড়াও শিশু পরিবারের (এতিম) সদস্যদের মাঝে সেলায় মেশিন বিতরণ কর্মসূচি পালন করেছি, আমরা সামনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন আমাদের এই সমাজের অসচ্ছলতা বিমোচন করতে পারবো । পরে তারা বক্তব্যে শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন