July 9, 2025, 12:32 am

নীলফামারীতে বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মিরাজ হুসেন প্লাবন

 

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় নীলফামারী স্কাইভিউ-এ এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ছয় উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য
সভার সভাপতিত্ব করেন বিএনপির নীলফামারী জেলা শাখার সভাপতি আলমগীর সরকার, আর সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক জহুরুল আলম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর-দিনাজপুর অঞ্চলের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির রংপুর-দিনাজপুর অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। এছাড়াও জেলার ছয় উপজেলার বিএনপির নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

নেতাদের বক্তব্য
সভায় নেতারা অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। তারা বলেন,
“বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই, যিনি আওয়ামী সরকারের দমননীতির শিকার হননি। গুম, খুন, মামলা ও কারাবন্দি হওয়া ছিল আমাদের নেতাকর্মীদের নিত্যদিনের বাস্তবতা।”

তারা আরও বলেন,
“দেশকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত করতে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে, যেন বিএনপি শক্তিশালী হয়ে সরকার গঠনে সক্ষম হয়।”

সভার মূল লক্ষ্য
সভায় নেতারা বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার গুরুত্ব দেন। তারা দলীয় কোন্দল ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন