তরিকুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে শেখার সুযোগ করে দিতেই এ আয়োজন করা হয়।
দিনব্যাপী উৎসবে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া
আজ বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব চলে। শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল পুরো আয়োজন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
উপাচার্যের শুভেচ্ছা ও পরামর্শ
উৎসবের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়তা করবে।” উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করেন এবং ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করেন।
উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
🔹 বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. ঈশিতা রায়
🔹 প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব
🔹 মার্কেটিং বিভাগের সভাপতি ড. মো. শামসুল আরেফিন
🔹 কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক ড. বশির উদ্দিন
🔹 শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া
🔹 মার্কেটিং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা
উদ্যোক্তা উৎসবের গুরুত্ব
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন ব্যবসায়িক ধারণা বিনিময়ের সুযোগ পান এবং উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা লাভ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।