July 10, 2025, 3:50 am

তালতলীতে জমি বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

মিরাজ হুসেন প্লাবন

এইচ বি সুমন আলী
তালতলী প্রতিনিধি, বরগুনা

বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী দুজনের মাথা ফেটে গেছে বলে জানা গেছে।

ঘটনার বিবরণ
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালতলী উপজেলার পাজরা ভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল বারেক হাওলাদার (৪৫) ও তার স্ত্রী কমলা বেগম (৪০) জমিতে চাষাবাদ করতে গেলে তাদের আপন ভাই জয়নাল ও তার ছেলে রহমান, জহিরুল, সাইদুলসহ আরও ৪-৫ জন মিলে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় চিকিৎসা
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ভুক্তভোগীর বক্তব্য
আব্দুল বারেক হাওলাদার জানান, দীর্ঘ ৩০-৪০ বছর ধরে তিনি ওই জমিতে চাষাবাদ করে আসছেন। কিন্তু এক বছর ধরে তার ভাই জয়নাল জমির মালিকানা দাবি করে আসছিলেন। ঘটনার দিন তিনি জমিতে চাষ করতে গেলে জয়নাল ও তার সহযোগীরা হঠাৎ হামলা চালান। তার স্ত্রী বাধা দিতে গেলে তাকেও মাথায় আঘাত করা হয়, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ছেলে তাদের বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য
স্থানীয়রা জানান, জমিটি দীর্ঘদিন ধরে আব্দুল বারেক চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি তার ভাই জয়নাল জমির মালিকানা দাবি করেন এবং মঙ্গলবার সকালে চাষাবাদে বাধা দিলে সংঘর্ষ বাধে। এতে আব্দুল বারেক, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। কমলা বেগমের মাথায় আটটি সেলাই দিতে হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

আইনি পদক্ষেপ
এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জালাল জানান, এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেজ লাইক করুন