সুব্রত চন্দ্র দাস
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি ২০২৫) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে শহীদ আহ্সান উল্ল্যাহ্ মাস্টার স্টেডিয়ামে বিশ্ব ইজতেমা ২০২৫ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের জন্য ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ প্যারেডে সকল নিরাপত্তা কর্মীকে তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান বলেন, “পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে এবং প্রতিটি পুলিশ সদস্যকে তার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।”
ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।