সুমন আহমদ, সিলেট প্রতিনিধি
গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ শহরের পৌর মার্কেটের ৩য় তলায় একটি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন:
🔹 মোঃ ক্বারি এ কে ওমর (ফারুক)
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
🔹 গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ
প্রধান আলোচক ছিলেন:
🔹 কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
🔸 সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছামাদ
🔸 সাবেক সহ-সভাপতি সিহাব
🔸 সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী
🔸 যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাহমুদ ও মনির হোসেন
🔸 সাবেক সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমেদ
🔸 সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, মুজিবুর রহমান
🔸 সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজু মিয়া
🔸 সহ দপ্তর সম্পাদক কে এম ওমর ফারুক
এছাড়া সদর উপজেলা, শান্তিগঞ্জ, দোয়ারা, দিরাই, শাল্লা, ছাতকসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন:
✅ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি হাফেজ দেলোয়ার হোসেন
✅ সাধারণ সম্পাদক মিনহাজ তালুকদার
✅ যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি মোজাহিদ আলী খোকন
✅ সাধারণ সম্পাদক এনামুল হক
✅ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী
✅ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম
✅ সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া
এছাড়া গণ অধিকার পরিষদের নতুন সদস্য টিমন চৌধুরী, মাছুম আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণঅধিকার পরিষদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং দলকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।